ফের বাবা হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) । যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস । বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানালেন সেকথা।

বৃহস্পতিবার টুইটারে একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লেখেন, “যমজ সন্তান আসার খবর জানাতে পেরে আমরা প্রচণ্ড খুশি। তর সইছে না।”


আগে চার সন্তান রয়েছে সিআরসেভেনের। রোনাল্ডোর প্রথম সন্তান রোনাল্ডোর জুনিয়র, সবার থেকে বড়, যার মাতৃপরিচয় এখনও প্রকাশ্যে আনেননি পর্তুগিজ সুপারস্টার। এরপর সারোগেসির মাধ্যমে এভা এবং মাতেও নামে দুই যমজ সন্তানের বাবা হন রোনাল্ডো। ২০১৭র নভেম্বর মাসে রোনাল্ডো এবং জর্জিনার প্রথম সন্তান আলানা জন্ম নেয়।
আরও পড়ুন:বার্সায় অন্তর্বর্তীকালীন কোচ হলেন সের্গি বারজুয়ান













































































































































