২৫ দিনের দীর্ঘ জেল বন্দিদশা কাটিয়ে অবশেষে ঘরে ফিরবেন শাহরুখপুত্র আরিয়ান খান(Aryan Khan)। বৃহস্পতিবার মাদক মামলায়(drug case) আরিয়ান সহ ৩ অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেছে বোম্বে হাইকোর্ট(Bombay High Court)। আরিয়ানের পাশাপাশি জামিন পেয়েছেন অভিযুক্ত আরবাজ মার্চেন্ট(Arbaaz merchant) এবং মুনমুম ধামেচা(Munmum dhamecha)।

বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিন মামলার শুনানি শুরু হওয়ার পর এনসিবি আইনজীবী আদালতে জানান, আরিয়ানের কাছে থেকে মাদক পাওয়া না গেলেও আরবাজের কাছে থেকে পাওয়া গেছে এবং আরিয়ানই তাঁদের বলেছে যে মাদক পার্টিতে আরবাজের কাছ থেকে যে মাদক পাওয়া গেছে, পার্টিতে সেই মাদক সেবনের পরিকল্পনা ছিল তাঁদের। এমনকি আরিয়ানের চ্যাট থেকে কমার্শিয়াল কোয়ান্টিটি মাদক কেনার সূত্র পাওয়া যায় বলে দাবি করেন তিনি। এনসিবির দাবি করে আরিয়ানের বিরুদ্ধে তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ আছে।
অন্যদিকে পাল্টা আরিয়ানের পক্ষের আইনজীবী মুকুল রোহাতগির তরফে জানানো হয়, আরিয়ানের সঙ্গে আটক হওয়া যে পাঁচজনের থেকে মাদক পাওয়া গেছে তার দায় আরিয়ানের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তিনি জানতেনই না, তাঁর সঙ্গে যাঁরা ঐ পার্টিতে আছেন তাঁদের কাছে মাদক আছে। পাশাপাশি তিনি বলেন, অচিতের থেকে মাত্র ২.৪ গ্রাম মাদক পাওয়া গেছে। একজন মাদকপাচারকারীর কাছে মাত্র ২.৪ গ্রাম মাদক থাকা কি যুক্তিযুক্ত, প্রশ্ন তোলেন তিনি। যদিও এই জামিনের বিরোধিতা করে এনসিবির তরফে জানানো হয় আরিয়ান শুধু মাদকদ্রব্য সেবন করেন না তার বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে এবং সে আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গেও জড়িত। আরিয়ান জামিন পেলেন সাক্ষীরা প্রভাবিত হতে পারেন। তবে আদালতে এনসিবির দাবি ধোপে টেকেনি।
আরও পড়ুন:ভারত ৯৯ বছরের লিজে স্বাধীনতা পেয়েছে: আজব দাবি বিজেপি নেত্রীর
উল্লেখ্য, গত ২ অক্টোবর ক্রুজশিপে মাদক পার্টি থেকে আটক করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানকে। দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করে এনসিবি। এরপর একাধিকবার জামিনের আবেদন খারিজ হওয়ার পাশাপাশি গত ৮ অক্টোবর আরিয়ানকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তরফে। ম্যাজিস্ট্রেট কোর্টের পর মুম্বই সেশন কোর্টেও খারিজ হয় জামিনের আবেদন। সবশেষে বোম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন জানান তার আইনজীবী। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেখানেই মিলল জামিন।














































































































































