চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বোলার মহম্মদ সইফুদ্দিন

0
2

চোটের কারণে টি-২০ বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ( Bangladesh )জোরে বোলার মহম্মদ সইফুদ্দিন । পিঠের চোটের কারণে ছিটকে গেলেন তিনি।  সইফুদ্দিনের জায়গায় দলে এলেন রুবেল হুসেন।

বাংলাদেশের হয়ে যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচ এবং মূল পর্বের প্রথম ম্যাচ খেলেছেন সইফুদ্দিন। নিয়েছেন চার ম্যাচে পাঁচ উইকেট। তাঁর দলের সঙ্গে বাকি ম‍্যাচ না থাকায় চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে পিঠে চোট পান সইফুদ্দিন। তাঁর চোট পরীক্ষা করার পরেই বাংলাদেশ শিবিরের তরফ থেকে বিশ্বকাপ কমিটির কাছে আবেদন করা হয়। বিশ্বকাপ কমিটি সেই আবেদন মেনে নিয়েছে।

এদিকে দলে সুযোগ পাওয়া রুবেল বাংলাদেশের ১৫ জনের দলে সুযোগ না পেলেও অতিরিক্ত ক্রিকেটার হিসাবে বাংলাদেশ দলে ছিলেন। ৩১ বছরের রুবেল বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১৫৯টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২৮ টি টি-২০ ম্যাচও রয়েছে। তাই তাঁর উপরে ভরসা রেখেছে বাংলাদেশ শিবির।

আরও পড়ুন:আমিরশাহির বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় কোচ ইগর স্টিমাচ