ফের আইপিএলে ফিরে এসে কী বার্তা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা?

0
2

জল্পনার অবসান। সোমবারই আইপিএলের ( Ipl) দুই নতুন ফ্র‍্যাঞ্চাইজির কর্ণধার এবং দলের নাম জানা যায়। সোমবার দুবাইয়ে শুরু হয় আইপিএলের দুই নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য বিডিং। আর সেই বিডিংয়ে রেকর্ড অর্থে ৭০৯০ কোটি টাকায় লখনউ শহরের ফ্র্যাঞ্চাইজির মালিক হয় আরপিএসজি ভেঞ্চার্স – সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। এর ফলে আবারও আইপিএলের মঞ্চে ফিরলেন সঞ্জীব গোয়েঙ্কা।

আইএসএলের পর এবার আইপিএলের দলও কিনে নিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলে যাত্রা শুরু করে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান বলেন, ভালো দল গড়ে ভালো পারফরম্যান্স করাই লক্ষ‍্য আমাদের।

এদিন এক সাক্ষাৎকারে সঞ্জীব গোয়েঙ্কা বলেন,” খুব ভালো লাগছে আইপিএলে ফিরে এসে। এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল ভালো একটি দল তৈরি করা। লক্ষ‍্য থাকবে ভালো পারফরম্যান্স করার। ভালো দল গড়তে যা যা প্রয়োজন তাই তাই করব। আশা করি ভালো দল গড়ব আমারা।”

এরপাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কা আরও বলেন,”আমরা বিশ্বাস করি এর মূল‍্য আগামী দিনে আরও বাড়বে। সত‍্যি বলতে আমি অনেকদিন ধরেই আগ্রহী ছিলাম আইপিএলে যাত্রা শুরুকরার জন‍্য। যখন সুযোগ এসে তখন তা তুলে নিলাম। আইপিএল বেশ কিছু বড় ব্র‍্যান্ড তৈরি করেছে।”

আরও পড়ুন:সুস্থ হার্দিক, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে পাওয়া যাবে এই অলরাউন্ডারকে : সূত্র