পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলিতে অভিনব প্রতিবাদ তৃণমূলের

0
1

কলকাতার পরে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলিতে (Hoogli) অভিনব প্রতিবাদ করলেন তৃণমূল (Tmc) কর্মীরা। মঙ্গলবার, সকালে স্থানীয় বাগখাল পেট্রোল পাম্প (Petrol Pump) থেকে রিকশা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোড়ার গাড়িতে এলপিজি (Lpg) সিলিন্ডার চাপিয়ে এবং দড়ি দিয়ে ট্রাক টেনে প্রতিবাদ করলেন তৃণমূল কর্মীরা।

তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র, উপ মুখ্যপ্রশাসক জাহিদ হাসান খান সহ অন্যান্য নেতৃত্ব।

বিজয় সাগর মিশ্র জানান, যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করছে তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। বিশেষ করে রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে সংকট বাড়ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদেশ জুড়ে যে আন্দোলনের ডাক দিয়েছেন তাতে সামিল হয়েছেন আমজনতা।

আরও পড়ুন- বাড়ছে সংক্রমণ, চন্দননগরে অনিশ্চিত জগদ্ধাত্রীপুজোর বিসর্জনের শোভাযাত্রা