এবার শামির পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান, টুইটারে বিশেষ বার্তা

0
3

এবার মহম্মদ শামির ( Mohammad Shami) পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ( Mohammad Rizwan)। গত রবিবার পাকিস্তানের এই ওপেনার ভারতের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেন। ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি। এবার সেই মহম্মদ রিজওয়ানই দাঁড়ালেন শামির পাশে।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পরই সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার হয়েছেন ভারতের জোরে বোলার মহম্মদ শামি। হারের জন্য তাঁকে দায়ী করেছেন অনেকেই। এবার সেই নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ব‍্যাটার মহম্মদ রিজওয়ান।

এদিন টুইটারের রিজওয়ান শামির একটি ছবি পোস্ট করে লেখেন,” দেশ ও দেশের মানুষদের জন্য প্রচণ্ড চাপ, কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় ক্রিকেটারদের। শামি এক জন তারকা। বিশ্বের অন্যতম সেরা বোলার। দয়া করে তারকাদের সম্মান দিন। খেলা সবাইকে কাছাকাছি আনে, দূরত্ব তৈরি করে না।”

রিজওয়ানের এই টুইট পোস্ট হতেই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন:বিরাটদের কোচ পদের জন‍্য আবেদনপত্র জমা দিলেন রাহুল দ্রাবিড়