শেষ হল না আরিয়ানের শুনানি, কাল রায় দেবে আদালত

0
1

শুনানি (Hearing incomplete) শেষ হল না । বুধবার সকাল থেকে ফের আরিয়ানের (Aryan Khan & shahrukh Khan) জামিন মামলার শুনানি শুরু হবে বোম্বে হাইকোর্টে। অর্থাৎ মঙ্গলবারও জামিন পেলেন না বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বুধবার ফের শুনানি। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ রায় দেবে আদালত।

 

বম্বে হাই কোর্টের প্রতি আস্থা রেখেছিলেন শাহরুখ খান এবং গৌরী খান। আর সে জন্যই গত সপ্তাহে ছেলের জামিনের আবেদন খারিজ হওয়ার পর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাদশা। আজ শুনানি শেষ না হওয়ায় স্বভাবতই কিছুটা হতাশ শাহরুখ-গৌরী! পাশাপাশি কাল কী হবে ? যদি আদালত তাদের বড় ছেলেকে জামিন দেয় সে চিন্তায় খানিকটা আশার আলো দেখতে পাচ্ছেন বাবা-মা । শুধু শাহরুখ-গৌরী খানই নন, কালকের আদালতের নির্দেশের দিকে তাকিয়ে গোটা বলিউড এবং গোটা দেশ । মাদক মামলা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

advt 19