শাহরুখের ম্যানেজার পূজা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন , কোর্টে দাবি এনসিবির

0
2

মঙ্গলবার বোম্বে হাই কোর্টে (Bombay high Court) মাদক মামলায় জড়িত (Drug Case) শাহরুখপুত্র আরিয়ান খানের (Shahrukh & Aryan khan) জামিনের আবেদনের শুনানি চলছে। শুনানি চলাকালীন শাহরুখের ম্যানেজার পূজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি)। শাহরুখ খানের ম্যানেজার পূজা দদলানির বিরুদ্ধে অভিযোগ, তিনি এই মামলার এক সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। একটি বিশেষ সূত্রের দাবি , মঙ্গলবার বম্বে হাই কোর্টে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদনের বিরোধিতার সময় ওই তথ্য আদালতে পেশ করা হয়েছে এনসিবি-র তরফে।

 

এই নথি পেশ করে এনসিবি-র যুক্তি, জামিনে ছাড়া পেলে আরিয়ান তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। যে হেতু তিনি এক জন তারকা পুত্র, তাই এ বিষয়ে নিজের প্রভাব প্রতিপত্তিও প্রমাণ লোপাটে কাজে লাগাতে পারেন। এই প্রসঙ্গেই পূজার বিরুদ্ধে সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ তোলা হয়েছে।

এ প্রসঙ্গে উল্লেখ্য, পূজা শুধু শাহরুখের দীর্ঘ দিনের সহায়ক তথা ম্যানেজারই নন, খান পরিবারের অত্যন্ত বিশ্বাসভাজন, শুভাকাঙ্ক্ষী এবং শাহরুখপুত্র আরিয়ানেরও অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ।

advt 19