পুজোর রেশ কাটতেই নতুন করে থাবা বসিয়েছে করোনা। হুগলি (Hoogli) জেলার ১২টি ব্লকের বেশ কিছু পঞ্চায়েত এবং ৮টি পুরসভার একাধিক ওয়ার্ডকে মাইক্রো কনটেন্টমেন্ট জোন (Micro Contentment Zone) ঘোষণা করা হয়েছে। এলাকায় করোনা সংক্রমণ রুখতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও বেশি সদর্থক ভূমিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতর থেকে।
সিঙ্গুর ব্লকের কেজিডি, আনন্দনগর, বৈঁচিপোতা পঞ্চায়েত, হরিপালের নালীকুল পূর্ব ও আশুতোষ পঞ্চায়েত, তারকেশ্বরের তালপুর ও বালিগুড়ি -১ পঞ্চায়েত এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষনা করা হয়েছে। মানুষকে করোনা সম্পর্কিত বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। করোনা (Carona) পজিটিভ ব্যক্তি ও পরিবারকে হোম আইসোলশনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । প্রত্যেক ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে বাইরে বের হতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি সিঙ্গুর থানার পুলিশ রাস্তায় নেমে মাস্কবিহীন পথচলতি মানুষকে কড়া ধমক দেওয়ার পাশাপাশি মাস্ক পরিয়ে দিচ্ছে।



































































































































