উত্তরাখণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

0
2

উত্তরাখণ্ডে (Uttarakhand) ট্রেকিংয়ে গিয়ে প্রকৃতির রোষের মুখে পড়ে মৃত্যু হয়েছে বাংলার ৫ জনের। সোমবার তাঁদের দেহ নিয়ে আসা হয়েছে রাজ্যে। সোমবার শিলিগুড়িতে (Siliguri) প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, ”উত্তরাখণ্ডে অনেকে মারা গিয়েছে। আমরা খুবই দুঃখিত। সমবেদনা জানাচ্ছি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন,”বাইরে উত্তরাখণ্ডে অনেকে মারা গিয়েছে। আজ ৫ জনের দেহ এসেছে রাজ্যে। আরও আসবে। আমরা এই অবস্থায় খুবই দুঃখিত। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন-ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় বিশ্বভারতী! পরিদর্শনে ইউনেস্কোর প্রতিনিধিদল

রবিবার থেকে ৫ দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবার খানিকটা অসুস্থ শরীরেই উত্তরবঙ্গ সফরে বেরিয়েছেন বলেছেন নিজেই জানিয়েছেন‌।

উত্তরাখণ্ডের তুষারধসে নিহত ৫ অভিযাত্রীর দেহ আজ কলকাতায় (Kolkata) নিয়ে আসা হয়েছে। তবে এখনও কয়েকজন নিখোঁজ। নিখোঁজদের জন্য কি রাজ্য থেকে কোনও উদ্ধারকারী দল পাঠানো হবে? এখনও তা জানা যায়নি।

advt 19