জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা কাজে যোগ দিলেও আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar Medical College Hospital) চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবা পুরোদমে স্বাভাবিক হয়নি এখনো। কর্তৃপক্ষের তরফে হাজিরা নিয়ে চাপ দিতেই কাজে যোগ দিয়েছেন আন্দোলনকারী পিজিটি হাউজস্টাফরা। শনিবার ইন্টার্নরা চিঠি দিয়ে জানিয়েছেন, কাজে যোগ দিতে চান। কিন্তু তা সত্বেও দুপক্ষই অধ্যক্ষের পদত্যাগ নিয়ে এখনো নিজেদের দাবিতে অনড়। এদিকে হাসপাতালে পরিষেবা স্বাভাবিক করতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ সোমবার তার শুনানি । সকলেই তাকিয়ে রয়েছেন সোমবার আদালত কী নির্দেশ দেয় তার দিকে।
হবু ও জুনিয়র ডাক্তারদের
আন্দোলনের কারণে হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দলাল তিওয়ারি নামে জনৈক ব্যক্তি। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করতে আদালতের হস্তক্ষেপ চেয়ে এই মামলা দায়ের করেন নন্দলাল। সোমবার প্রধান বিচারপতি বা অন্য কোনও বিচারপতি এই মামলা শুনতে পারেন।


































































































































