তিনি বিজেপি সাংসদ বলে তাঁর পিছনে ইডি যাবে না! সত্যিটাই কি বেরলো এই বিজেপি নেতার মুখ থেকে?

0
1

তিনি বিজেপি সাংসদ (BJP MP)। তাই তার পিছনে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসবে না। এবার এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সঞ্জয় পাতিল(Sanjay Patil)। বিজেপি সাংসদের কথায়,”আমি বিজেপি সাংসদ, ইডি(ED) আমার পিছনে আসবে না।” তবে কি সত্যি কথাটাই বেরলো এই বিজেপি নেতার মুখ থেকে? যদিও এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

রবিবার সাঙ্গলির(Sangli) বিজেপি সাংসদ সঞ্জয় পাতিল একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন। এর আগে অভিযোগ উঠেছে, বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে তাদের গ্রেফতার করে মুখ বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে। এর মাঝে বিজেপি সাংসদের এহেন মন্তব্যর কারণে আরও একবার তোলপাড় হতে চলেছে জাতীয় রাজনীতি।

আরও পড়ুন: ফের প্রকাশ্যে গুলি! আফগানিস্তানে গুলিবিদ্ধ সাত শিশুসহ ১৭ জন

সম্প্রতি বিজেপি নেতা হর্ষবর্ধন পাতিলও (Harshbardhan Patil) বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন “কেউ যদি প্রশ্ন করে আমরা কেন বিজেপিতে গিয়েছি, তবে আমার উত্তর বিজেপিতে এসে নিশ্চিন্তে ঘুমোচ্ছি। এখানে কোনও ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়না।” ঠিক এরপরই তার এই মন্তব্যকে ঘিরে বিতর্ক দেখা দেওয়ার পর হর্ষবর্ধনের জানান, তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

advt 19