গণধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্টে(Kolkata High Court) খানিক স্বস্তি পেলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya), জিষ্ণু বসু এবং প্রদীপ যোশী। সোমবার ধর্ষণকাণ্ডে এই ৩ অভিযুক্তের জামিনের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট।


অভিযোগ, ২০১৮-র ২৯ নভেম্বর শরৎ বোস রোডের একটি ফ্ল্যাটে এক মহিলাকে ধর্ষণ করেন ৩ নেতা। আরও অভিযোগ, সেই ঘটনার পর থেকেই তাঁকে এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া শুরু হয়। এই ঘটনায় ২০১৯-এ সরশুনা এবং ২০২০-এ বোলপুর থানায় অভিযোগ দায়ের হয়। ২০২০ সালে নির্যাতিত মহিলা আলিপুর নিম্ন আদালতের দ্বারস্থ হলে তাদের অভিযোগ খারিজ করে দেওয়া হয়। যদিও পরে হাইকোর্ট নির্দেশ নিম্ন আদালতে ওই মহিলার আবেদন বিচার করার নির্দেশ দেন। ওইদিনই কৈলাস বিজয়বর্গীয় সহ ৩ জনের বিরুদ্ধে ভবানীপুর থানায় FIR দায়ের হয়। এরপরই আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ৩ নেতা। গ্রেফতার হতে পারেন আশংকা করে এরপর আদালতের কাছে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন বিজেপির ওই তিন নেতা। তাদের সেই আবেদন মঞ্জুর করা হয়। অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের মেয়াদ শেষের পর এদিন ফের আগাম জামিনের আবেদন জানান কৈলাস সহ ৩ জন। আপাতত স্বস্তি দিয়ে সোমবার তাদের সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।













































































































































