অসুস্থ রাজ্যপালকে দিল্লির এইমসে ভর্তি করা হল

0
1

জর বাড়ছিল । সেই সঙ্গে বাড়ছিল অন্যান্য শারীরিক অসুস্থতাও। তাই নয়াদিল্লির এইমস (AIIMS) হাসপাতলে ভর্তি করা হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে ( Governer of West Bengal Jagdeep Dhankhar)। গতকালই ম্যালেরিয়া (Malaria) ধরা পরে রাজ্যপালের। এদিন জ্বর সমানে বাড়তে থাকায় তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে।

দিল্লি সফরে গিয়ে পশ্চিমবঙ্গের সরকারি অতিথি নিবাস বঙ্গভবনে ছিলেন তিনি। সেখানেই রাজ্যপালের জ্বর আসে রক্ত পরীক্ষার পর তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে। গতকাল থেকে বঙ্গভবনেই চিকিৎসা চলছিল রাজ্যপালের। সোমবার জ্বর বাড়ায় স্থানান্তরিত করা হয়েছে দিল্লিরএইমসে।সম্প্রতি দার্জিলিং সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মনে করা হচ্ছে, দার্জিলিং সফরে গিয়েই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।

advt 19