আর কিছুক্ষন পরই টি-২০ বিশ্বকাপের ( T-20 World cup) মহারণ। দুবাইয়ের মাটিতে ভারতের ( India) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ( Pakistan)। ভারত-পাকিস্তান মহারণ নিয়ে চিন্তিত দুই দেশের সমর্থকরা। তবে এই ম্যাচ নিয়ে একটু বেশিই উদ্বিগ্ন পাক সমর্থকরা, কারণ বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে জঘন্য রেকর্ড রয়েছে পাকিস্তানের। যার ফলে রবিবার ম্যাচে জয় পেতে মরিয়া পাকিস্তান সমর্থকরা। এমনই অবস্থায় শনিবার অনুশীলনের পর ভারতীয় খেলোয়াড়দের ভালো না খেলার আবেদন করলেন পাকিস্তানের এক মহিলা সমর্থক। যা শুনে যোগ্য জবাব দেন ভারতীয় দলের মেন্টর মহেন্দ্র সিং ধোনি।
শনিবার যখন অনুশীলন সেরে ড্রেসিংরুমে ফিরছিল ভারতীয় দল। সেই সময় এক পাক সমর্থক কে এল রাহুলের উদ্দেশে চেচিয়ে বলে, “রাহুল দয়া করে কাল ভালো খেলো না। দয়া করে কাল ভালো খেলো না। ” এই শুনে হাসতে হাসতে মাঠ ছাড়েন রাহুল। রাহুলের পিছনেই ছিলেন ধোনি। ধোনি ওই পাক সমর্থকের প্রশ্নের উত্তরে বলেন,” হামারা কাম হি আইসা হে।” যার বাংলা মানে করলে দাঁড়ায় আমাদের কাজই তো এমন। সেই পাক মহিলা সমর্থক আবার ধোনির উদ্দেশে বলেন, দয়া করে মাহি এই ম্যাচটা ছেড়ে দাও। যা এখন রীতিমতো ভাইরাল।
https://twitter.com/sawerapasha/status/1451964271571656707?s=20
আরও পড়ুন:ওমানে বিরুদ্ধে জয় নিয়ে আশাবাদী ইগর স্টিমাচ