“বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হতে হয়েছে জম্মু-কাশ্মীরকে তবে আর নয় কোন শক্তি আর জম্মু-কাশ্মীরের উন্নয়নকে আটকাতে পারবে না।” উপত্যকা সফরের দ্বিতীয় দিনে জম্মুর মাটিতে দাঁড়িয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে ৩৭০ ধারা প্রত্যাহারের পক্ষেও যুক্তি দেন তিনি।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের নেতৃত্বে জম্মুতে(Jammu) উন্নয়নের নতুন যুগের সূচনা হচ্ছে। প্রশাসন এখন নিশ্চিত করছে যাতে জম্মু ও কাশ্মীরের ন্যায়সঙ্গত উন্নয়ন হয়।”

পাশাপাশি এদিনের জনসভা থেকে কংগ্রেসকে তো থাকতে বলেননি অমিত শাহ। তিনি বলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর মোদি সরকার বলেছিল জম্মু-কাশ্মীরের উন্নয়ন হবে। এখানে বিনিয়োগ আসবে। তবে একটি পরিবার সেই মন্তব্যকে ব্যঙ্গ করেছিল প্রশ্ন তুলেছিল কোথা থেকে আসবে বিনিয়োগ। আজ তারা দেখুন, ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে জম্মু-কাশ্মীরে। আমি আপনাদের কথা দিচ্ছি ২০২২ সালের আগে ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে জম্মু-কাশ্মীরে।”
সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীরের থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার পর এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সফর। ৩৭০ ধারা প্রত্যাহারের স্বপক্ষে এদিন তিনি বলেন, ‘বাল্মীকি, পাহাড়ি, গুজ্জর, বাকেরওয়াল পশ্চিম পাকিস্তানের শরণার্থী এবং নারী সহ সকলের প্রতি ন্যায়বিচার করা হয়েছে।’













































































































































