৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের তিন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় নীলাব্জার

0
1

ব‍্যাঙ্গালোরে অনুষ্ঠিত ৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ-এ ( 47th Junior National Aquatic Championship) জয়জয়কার বাংলার। এই প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় কোন্নগরের নীলাব্জা ঘোষের ( nilabja ghosh )। ন‍্যাশনাল অ‍্যাকোয়াটিক চ‍্যাম্পিয়নশিপে ৫০ মিটার বাটারফ্লাই, ৪×১০০ ফ্রিস্টাইল র‍্যালি এবং ৪×১০০ ম‍্যাডলে র‍্যালিতে ব্রোঞ্জ জয় করেন নীলাব্জা।

ব‍্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয় ৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ। সারা ভারতবর্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিরা। সেখানেই বাজিমাত নীলাব্জার। তবে ব্রোঞ্জ জয়তেই থামতে চাননা তিনি। বরং ১৭ বছরের নীলাব্জার নজর এখন সিনিয়র ন‍্যাশনাল চ‍্যাম্পিয়নশিপে নিজের সেরা পারফরম্যান্স দেওয়া। এদিন ব‍্যাঙ্গালোর থেকে ফোনে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে এমনটাই জানালেন তিনি। এদিন নীলাব্জা বলেন, “তিনটি ইভেন্টে আমি ব্রোঞ্জ পদক জিতেছি। তবে আমি চেয়েছিলাম আরও একটু ভালো করার। কিন্তু হলো না। তবে ২৬ অক্টোবর থেকে সিনিয়র ন‍্যাশনাল চ‍্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। সেখানে আমি আমার সেরা পারফরম‍্যান্স দিতে চাই।”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে ভালো না খেলার আর্জি পাক মহিলা সমর্থকের, যোগ‍্য জবাব মাহির

advt 19