কালীপুজোর আগে শহর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। শনিবার গাড়ি করে বাজিগুলি দক্ষিণ ২৪ পরগনা থেকে কলকাতায় আসছিল। গাড়িতে প্রায় ৬০০ কেজির মতো নিষিদ্ধ বাজি ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম শেখ কাইফ। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আসছে শহরে, এই খবর পেয়ে অভিযানে নেমে স্ট্যান্ড রোড থেকে ওই গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কারা এই বাজি তৈরি করল, আর কেনই বা কলকাতায় পাঠানো হচ্ছিল, কাদের কাছে পাঠানো হচ্ছিল, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। আইন ভেঙে নিষিদ্ধ বাজি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে ওই ধৃত যুবকের বিরুদ্ধে।
আরও পড়ুন- ফের নামবদলের রাজনীতি যোগীর, ফৈজাবাদ স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট
































































































































