রবিবার ভারত-পাকিস্তান ( India-Pakistan)ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। রবিবার দুবাইয়ে যখন টি-২০ বিশ্বকাপে ( T-20world cup) ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। অপরদিকে একই শহরে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন ম্যাচে ( AFCU23) ওমানের (Oman) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল।
এক সপ্তাহ আগেই কোচ ইগর স্টিমাচের হাত ধরে অষ্টমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে সুনীল ছেত্রী, প্রীতম কোটালরা। তবে এখন আর সাফ নিয়ে ভাবতে চাননা স্টিমাচ। বরং তাঁর পাখির চোখ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন ম্যাচ নিয়ে। ওমান ম্যাচ নিয়ে স্টিমাচ বলেন,” আশা করব, প্রত্যেকে নিজেদের সেরাটা দেবে। চমকে দেওয়ার ব্যাপারে আমি আশাবাদী।” এরপাশাপাশি তিনি আরও বলেন,”ওমান, সংযুক্ত আরব আমিরশাহি মতো শক্তিশালী দলের বিরুদ্ধে আমাদের পরপর খেলতে হবে। আমাদের তিনটি ম্যাচই হল তরুণ ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ।”
আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে আবারও ভাইরাল দু’বছর আগের সরফরাজের ‘হাই’


 


 
 
 
 
 
 
 
 
 
 





























































































































