ট্রেনের ধাক্কায় বেলঘড়িয়ায় মৃত দুই যুবক, ছিনতাইবাজের ধাক্কায় ট্রেন থেকে পড়ে আহত ১

0
1

ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ২ যুবক। শুক্রবার রাতে দমদম ও বেলঘড়িয়ার মাঝে সিসিআর ব্রিজের নিচে আপ ট্রেন ধাক্কা দেয় দুই যুবককে।মৃতদের মধ্যে একজনের নাম সদানন্দ বণিক(২৬)। পেশায় গাড়ি চালক। আর একজন রাজু মণ্ডল (৩২)। পেশায় মৎস্য ব্যবসায়ী। রেললাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে খবর। আপ ট্রেন ওই লাইনে ঢুকে তাঁদের দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান তাঁরা।

আরও পড়ুন:৫০ হাজারের বেশি মার্জিনে জিতবে তৃণমূল, খড়দায় প্রচারে এসে আত্মবিশ্বাসী অভিষেক

দুর্ঘটনাটি ঘটার পর কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই দুই পরিবারে।

আরও পড়ুন:ফের সীমান্তে আগ্রাসী ক্রিয়াকলাপ চিনের, ১০০টি কামান মোতায়েন করেছে লালফৌজ

অন্যদিকে ব্যাগ ছিনতাই করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে এক মহিলাকে ধাক্কা দেয় ছিনতাইবাজ। নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাটি ট্রেন থেকে রেল লাইনে পড়ে যান। পরে রেল পুলিশের সহায়তায় স্টেশনে উঠে আসেন তিনি। এরপর তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকালে। মহিলাটির অভিযোগ ব্যাগ ছিনতাই না করতে পেরে ছিনতাইবাজ তাঁকে ধাক্কা দিলে তিনি রেল লাইনে পড়ে আহত হন।
advt 19