হঠাৎ অসুস্থ মুকুল পুত্র শুভ্রাংশু, ভর্তি হাসপাতালে

0
1

হঠাৎ অসুস্থ মুকুল রায়ের (Mukul Roy) পুত্র তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু (Subhranshu Roy)। আচমকা অসুস্থ অনুভব করার গতকাল, শুক্রবার রাতে বাইপাস সংলগ্ন একটি হএকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা তাঁকে। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুভ্রাংশু আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

জানা গিয়েছে, লিভারজনিত সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন মুকুল পুত্র। তবে এই সমস্যা তাঁর নতুন নয়। ভুগেছেন শুভ্রাংশু রায়। রক্তবমির মতো উপসর্গও দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সময় ভালো যাচ্ছে না মুকুল রায়ের পরিবারের। দীর্ঘ রোগ ভোগের পর মাস দুয়েক আগেই প্রয়াত হয়েছেন মুকুল রায়ের স্ত্রী তথা শুভ্রাংশুর মা কৃষ্ণাদেবী। মুমূলবাবুও করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিক ও মানসিক ভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন। সম্প্রতি, সেভাবে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডেও দেখা যাচ্ছে না কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে।

আরও পড়ুন:ত্রিপুরায় প্রশাসনের মদতেই তৃণমূলের উপর হামলা! ডিজিকে ডেপুটেশন সুস্মিতা সহ নেতৃত্বের

advt 19