বাংলাতেও সেঞ্চুরির গণ্ডি পার ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তর

0
1

উৎসবের মরসুমে চড়চড়িয়ে বাড়ছিল জ্বালানির মূল্য। আজও সেই ধারা অব্যাহত রেখে বাংলায় পেট্রোলের পর ডিজেলের মূল্যও সেঞ্চুরি পার করল। পেট্রোল-ডিজেলের বেলাগাম দামবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেল সংস্থাগুলির সূত্রের খবর বাংলার ৬ জেলায় সেঞ্চুরির কাঁটা পার করেছে ডিজেল। শনিবার পুরুলিয়ায় লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা। দার্জিলিং-য়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ২৯ পয়সা।আলিপুরদুয়ারে ১০০ টাকা ১৭ পয়সা দরে বিকোচ্ছে ডিজেল। কোচবিহার ও কৃষ্ণনগরেও লিটার প্রতি ডিজেলের দাম যথাক্রমে  ১০০ টাকা ৮ পয়সা এবং ১০০ টাকা ১৬ পয়সা। এছাড়াও মুর্শিদাবাদেও সেঞ্চুরির গণ্ডি ছাড়িয়েছে ডিজেল।

আরও পড়ুন:কলকাতায় বেলাগাম করোনা সংক্রমণ, ফের খুলছে কোয়ারেন্টাইন সেন্টার-সেফ হোম

মাঝে দুদিন বিরতি দিয়ে টানা চারদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। লিটারে ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ৭৮ পয়সা। যদিও কলকাতায় সেঞ্চুরি না করলেও তার দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেল। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ০৮ পয়সা। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কলকাতায় ডিজেল ১০০ টাকা ছুঁলে, ১ ঘণ্টা বন্ধ রাখা হবে পেট্রোল পাম্প।

সাধারণত পণ্য-সহ যেকোনও পরিবহণে ডিজেলেরই ব্যবহার বেশি হয়ে থাকে। তাই ডিজেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অনান্য জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করাই যায়। একদিকে অতিমারী পর্ব , অন্যদিকে রুটিন মাফিক পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ইতিমধ্যেই টমেটোর দাম কেজিতে ১০০ টাকা, পেঁয়াজ হাফ সেঞ্চুরি পেরিয়েছে। কুড়িতে পৌঁছে গেছে আলু। সর্ষের তেল ডবল সেঞ্চুরি করেও ছুটছে। সবমিলিয়ে রুটিন মেনে জ্বালানির দাম বাড়ায় মধ্যবিত্তর মাথায় হাত। সংসার চলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। কবে এর থেকে মুক্তি মিলবে সে প্রশ্নের উত্তর এখনও অধরা।
advt 19