জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের(T20 World Cup 2021) অভিযান শুরু করল অস্ট্রেলিয়া ( Australia)। এদিন অ্যারন ফ্রিঞ্চের দল ৫ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকাকে ( South Africa)। ম্যাচের সেরা জস হ্যাজলউড।
শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপের মূল পর্বের খেলা। শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘সুপার টুয়েলভ’-এ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে এদিন অনায়াসে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ফ্রিঞ্চ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াই করেন একমাত্র মারক্রম। ৩৬ বলে ৪০ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, হ্যাজলউড এবং অ্যাডাম জাম্পা। একটি করে উইকেট নেন ম্যাক্সওয়েল এবং প্যাটকামিন্স।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ রান স্টিভ স্মিথের। ৩৫ রান করেন তিনি। ২৪ রান স্টোইনিসের। ১৪ রান ডেভিড ওয়ার্নারের। শূন্য রান করেন ফ্রিঞ্চ। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন আনরিচ নর্টজে। একটি করে উইকেট নেন কাগিসো রাবাডা, মহারাজ এবং শামসি।
আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দলকে বিশেষ বার্তা ইমরান খানের, জানালেন বাবর আজম


 


 
 
 
 
 
 
 
 
 
 





























































































































