আগামী বছর থেকে শুরু হতে চলেছে ১০ দলের আইপিএল( Ipl)। এই পরিস্থিতিতে বিশ্বের সেরা টি-২০ লিগে দুটি নয়া দল কিনতে হাত বাড়িয়েছে একাধিক বড় বড় ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে, স্বয়ং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্নধার গ্লেজার পরিবার আগ্রহ দেখিয়েছে। এবার সেই তালিকায় নাম উঠে এল বলিউডের তারকা জুটি তথা দুই সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর। সূত্রের খবর আইপিএলের নতুন দলের স্বত্ত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন এই তারকা দম্পতি।
সূত্রের খবর, কোনও একটি সংস্থার সঙ্গে জোট বেঁধে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির স্বত্ত্ব বিড করার আগ্রহ দেখিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
এদিকে আবার সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকও দরপত্র তুলেছেন আইপিএলের। জনপ্রিয় এই টি-২০ লিগে অংশ হতে চাইছে তারা। সব মিলিয়ে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির বিডিংয়ে একের পর এক হেভিওয়েটের নাম উঠে আসছে তা বলাই যায়।
আরও পড়ুন:কয়েকজন ফুটবলারকে ছাঁটাই করতে চলেছে ইস্টবেঙ্গল, নতুন হোটেলে অরিন্দমরা



































































































































