নকল’ পিস্তলের বদলে ‘আসল’ পিস্তল নিয়ে শুটিং করতে গিয়ে ঘটে গেল বড় বিপদ

0
1

শুটিং’ করতে গিয়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। শুটিংয়ে ব্যবহৃত নকল পিস্তল যে আসল পিস্তল ছিল সেটা কেউ জানতো না । আর তা করতে গিয়েই শুটিং ফ্লোরে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। ঘটনাটি ঘটেছে একটি হলিউড ছবি শুটিং লোকেশনে। ছবির নাম ‘রাস্ট’। পরিচালকের নাম জোল সুজ়া। অ্যালেক বল্ডউইনের প্রযোজনায় তাঁরই অভিনীত ছবির শুটিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছবির প্রপ হিসেবে ছিল একটি ফায়ার আর্ম, অর্থাৎ বন্দুক। শুটিংয়ের দৃশ্য চলাকালীন বন্ধুক থেকে গুলি ছোটে। সোজা দিয়ে লাগে সিনেম্যাটোগ্রাফার হেলিনা হাচকিনের শরীরে। কেবল তিনি নন, আহত হয়েছেন পরিচালক জোলও। স্যান্টাফে কাউন্টির শেরিফের অফিসার বলেছেন, “বৃহস্পতিবার ‘রাস্ট’ ছবির সিনেম্যাটোগ্রাফার হেলিনা ও পরিচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের শুটিং চলছিল স্যান্টা ফির মরুভূমিতে।”

advt 19