শান্তিপুর উপনির্বাচন: প্রচারে গিয়ে মমতার উন্নয়ননের খতিয়ান তুলে ধরলেন পার্থ

0
1

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার জনতা আজ বাংলার মেয়েকে বিপুল ভোটে জয়যুক্ত করে ফের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। শুক্রবার শান্তিপুরে সূত্রাগড় চড়কতলায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি এদিন দাবি করেছেন যে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয় তা শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য কীভাবে কথা বলতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয় তা একমাত্র পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মানবসেবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম। কীভাবে মানুষের জন্য কাজ করা যায়, এইসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ বাংলার মানুষ জেনেছেন ও শিখেছেন। আগামিদিনে ভারতবর্ষের মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিজেপির প্রার্থী জিতেও তিনি মানুষের সম্মানকে মর্যাদা দেননি। ধাপ্পা দিয়েছেন। ভেবেছিলেন ভোটে জিতে মন্ত্রী হবেন। ক্ষমতা পেয়ে নিজে অনেক ফুলেফেঁপে উঠবেন কিন্তু বিজেপি ধূলিসাৎ হয়ে গিয়েছে বাংলা থেকে। সেই বিজেপিকে আজ শুধু বাংলায় নয়, ভারতবর্ষ থেকে সরাতে হবে। দুয়ারে সরকার থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। তার সুযোগ পেয়ে মানুষ আজ উপকৃত হচ্ছেন। তাই আমাদের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে ভোট দিন।

আরও পড়ুন- ত্রিপুরা: সুস্মিতার উপর হামলার প্রতিবাদে ডিজিকে ডেপুটেশন, প্রতিবাদ মিছিল তৃণমূলের

 

advt 19