কয়েকজন ফুটবলারকে ছাঁটাই করতে চলেছে ইস্টবেঙ্গল, নতুন হোটেলে অরিন্দমরা

0
3

ইতিমধ্যেই আসন্ন আইএসএলের ( Isl) জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। তিনটি প্রস্তুতি ম‍্যাচও খেলে ফেলেছে মানোলো দিয়িজের দল। তিনটের মধ‍্যে তিনটিতেই জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। এই প্রস্তুতি ম‍্যাচের মাধ্যমে খেলোয়াড়দের দেখে নিচ্ছেন কোচ মানোলো দিয়াজ। সূত্রের খবর, এই পরিস্থিতিতে এবার বড় স্কোয়াড থেকে কিছু খেলোয়াড়দের ছাঁটাই করে দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

সূত্রের খবর, মানোলো মনে করছেন, ফুটবলারের সংখ্যা বেশি হওয়ায় তিনি পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করাতে পারছেন না। এই কারণেই পাঁচ ফুটবলারকে ছেড়ে দেওয়ার জন্য জানিয়েছেন ক্লাব কর্তাদের। জানা যাচ্ছে এঁদের মধ্যে অন্যতম হলেন— আশির আখতার, রোমিয়ো ফার্নান্দেস, সেরেনিয়ো ফার্নান্দেস, সংপু সিংসিট ও আকাশদীপ সিংহ।

এদিকে তিন গোলরক্ষক, ১৮ জন ভারতীয় আউটফিল্ড খেলোয়াড় ও ছয়জন বিদেশীকে নিয়ে নয়া হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে এসসি ইস্টবেঙ্গল। এত দিন দক্ষিণ গোয়ার হোটেলে ছিলেন ড্যানিয়েল চিমারা। কিন্তু এই হোটেল খুব একটা পছন্দ নয় স্পেনীয় কোচের। তাই এ বার উত্তর গোয়ায় চলে যাচ্ছে পুরো দল।  এদিকে হোটেল বদলের সিদ্ধান্ত আবার অস্বস্তি বাড়িয়েছে ক্লাব কর্তাদের। কারণ, অনুশীলনের জন্য ইস্টবেঙ্গলকে যে মাঠ দেওয়া হয়েছে দক্ষিণ গোয়ায়। খেলতে হবে ভাস্কোয়। ফলে যাতায়াতেই অনেকটা সময় নষ্ট হবে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19