কলকাতায় বেলাগাম করোনা সংক্রমণ, ফের খুলছে কোয়ারেন্টাইন সেন্টার-সেফ হোম

0
1

আশঙ্কা বাড়িয়ে দুর্গোৎসবের পরেই কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। তবে উদ্বেগ বাড়াচ্ছে যে ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩১৯ জনের মধ্যে ১৫ জন প্রথম ডোজ নেওয়ার পরে সংক্রমিত। কোনও ভ্যাকসিন না নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। পাশাপাশি করোন টেস্টের থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই।

উৎসবের মরশুমে কোভিডের এই ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়িয়েছে কলকাতা পুরসভার (KMC)।  সোমবার থেকে একটি কোয়ারেন্টাইন সেন্টার চালু করছে কলকাতা পুরসভা। সোমবার থেকে দু’টি সেফ হোম চালু করছে কলকাতা পুরসভা। যার মধ্যে একটি মা ও শিশুদের জন্য।  হরেকৃষ্ণ শেঠ লেন, তপসিয়ায় চালু হচ্ছে দু’টি সেফ হোম। ট্যাংরার চম্পামণি মাতৃ সদনে চালু হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার।

আরও পড়ুন- শান্তিপুর উপনির্বাচন: প্রচারে গিয়ে মমতার উন্নয়ননের খতিয়ান তুলে ধরলেন পার্থ

 

advt 19