হিন্দু ভাবাবেগে (Hindu Sentiment) আঘাত করা হয়েছে এই অভিযোগে বলিউড অভিনেতা আমির খান (Amir Khan) অভিনীত একটি বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে সংস্থাকে চিঠি দিলেন বিজেপি সাংসদ। কর্নাটকের উত্তর কন্নড়ের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের দাবি, ‘‘ওই বিজ্ঞাপনটিতে যে ভাবে রাস্তায় বাজি পোড়াতে বারণ করছেন আমির, ঠিক তেমনই নমাজের নামে রাস্তা বন্ধ করে রাখা এবং মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি নিয়েও কিছু বলা উচিত।’’
গত ১৪ অক্টোবর, টায়ার প্রস্তুতকারক সংস্থার এক কর্তাকে লেখা চিঠিতে বিজেপি সাংসদ লিখেছেন, ‘বিজ্ঞাপনে যে বার্তা দেওয়া হচ্ছে, তা হিন্দুদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে।’ চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সংস্থাটি হিন্দু ভাবাবেগের প্রতি সম্মান দেখাবে। বিজেপি সাংসদ লিখেছেন, ‘আপনার সংস্থার তৈরি করা বিজ্ঞাপন, যেখানে আমির খানসকলকে রাস্তায় বাজি না পোড়ানোর, নির্দেশ দিচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো লিখেছেন ‘এই প্রসঙ্গে আমি আরও একটি সমস্যার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে প্রতি শুক্রবার নমাজের নামে এবং অন্যান্য উৎসবের নামে রাস্তা বন্ধ করে রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। নমাজের সময় যখন রাস্তা বন্ধ করে রাখা হয়, তখন অ্যাম্বুল্যান্স আটকে পড়ে। মসজিদ থেকে আজানের ধ্বনি সব সময়ই অনুমোদিত মাত্রা ছাড়িয়ে যায়।’



































































































































