কোনওক্রমে দুর্ভোগ কাটিয়ে পাহাড় থেকে কলকাতায় ফিরলেন পায়েল-দ্বৈপায়ন

0
6

পুজোর শেষে ছুটি কাটাতে পাহাড়ে বেড়াতে গেছিলেন অভিনেত্রী পায়েল এবং তার স্বামী অভিনেতা দ্বৈপায়ন। সঙ্গে ছিল তাদের ছোট্ট ছেলে এবং পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু উত্তরবঙ্গের টানা কয়েকদিনের প্রাকৃতিক দুর্ভোগে পড়েন তারা। কালিম্পংয়ে বৃষ্টি এবং ধ্বসের কারণে আটকে পড়েছিলেন পায়েল-দ্বৈপায়ন। সঙ্গে ছিলেন দ্বৈপায়নের বাবা, মা এবং দম্পতির একমাত্র সন্তান মেরাখ। বৃহস্পতিবার কোনওক্রমে একটি গাড়ি জোগাড় করে শিলিগুড়ি পৌঁছন তাঁরা। তবে বিমানবন্দরে পৌঁছে বুঝতে পারেন অবস্থা ভাল নয়। প্রচুর পর্যটক আটকে পড়েছিলেন। সকলেই দ্রুত ফেরার চেষ্টা করছিলেন। ফলে বিমানবন্দরেও সপরিবার দুরবস্থার মধ্যে পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে স্বস্তিতে তাঁরা। শুক্রবার বিকেল চারটে নাগাদ দমদম বিমানবন্দরে নেমেছেন তাঁরা। বাগডোগরা থেকে দুপুর ১১টা ৪৫ মিনিটে বিমান থাকলেও তা দেরি করে ছাড়ে। ফলে কলকাতা পৌঁছতে দেরি হয় তাঁদের।

advt 19