কোভিড টিকাকরণে (Covid-19) ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে দেশ ইতিহাস তৈরি করেছে। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে লালকেল্লায় উড়বে ১৪০০ কেজি ওজনের পতাকা।
বৃহস্পতিবার হরিয়াণার ঝাঁঝরে এক অনুষ্ঠানে মোদি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীদের এবং গোটা দেশবাসীকে অভিনন্দন জানান। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারত ইতিহাস তৈরি করেছে। এই কৃতিত্ব ১৩০ কোটি ভারতীয়র সম্মিলিত সাফল্য। অভিনন্দন জানাই এই কাজের সঙ্গে যুক্ত সকল মানুষকে।”
আরও পড়ুন- সবজির গাড়ি থেকে উদ্ধার ৫৫০০ জিলেটিন স্টিক, চাঞ্চল্য রামপুরহাটে
এদিন প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কথা। গোটা দেশের মানুষ যেভাবে কোভিড টিকাকরণে দেশের কাছে এগিয়ে এসেছে, তা অভূতপূর্ব বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি বলেন, দেশের প্রত্যেকটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ গড়া হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যে লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন, একথাও তিনি উল্লেখ করেছেন।
কোভিড টিকাকরণের এই সাফল্যকে বিজেপির তরফে সামাজিক মাধ্যমে তুলে ধরার নির্দেশিকা দেওয়া হয়েছিল। এজন্য বিজেপির তরফে বেশকিছু কর্মসূচি নেওয়া হয়েছে। বলা হয়েছে ১০০ কোটির রেকর্ড তৈরির মুহূর্তকে স্মরণীয় করে রাখতে লালকেল্লায় ১ হাজার ৪০০ কেজির পতাকা উড়তে চলেছে। সঙ্গে জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের গান-সহ কোভিড টিকাকরণের ইতিহাস সম্বলিত একটি চলচ্চিত্রও প্রকাশ হবে। আজ একদিনে আড়াই কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।
































































































































