যেদিন সকালে আর্থার রোড জেলে গিয়ে পুত্র আরিয়ান খানের সঙ্গে দেখা করলেন শাহরুখ, সেদিনই একটুপরে তাঁর বাড়ি মান্নাত-এ (Mannat) তদন্তে গেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, তথ্য সংগ্রহ করতেই সেখানে গিয়েছিলেন NCB-র আধিকারিকরা।
মাদককাণ্ডে ধৃত আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন বুধবার মুম্বই সেশন কোর্টে খারিজ হয়ে যায়। বম্বে হাইকোর্টে ওইদিনই দ্বারস্থ হন তাঁর আইনজীবী অমিত দেশাই। বৃহস্পতিবার, সেই জামিনের আবেদনের শুনানির কথা ছিল। তবে তা পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার, বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের শুনানি। এদিন সকাল সকাল আর্থার জেলে ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
আরিয়ানের গ্রেফতারির পর বৃহস্পতিবারই প্রথম ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ।যদিও আরিয়ানের গ্রেফতারি বা মাদক মামলায় প্রকাশ্যে কোনওরকম মন্তব্য করেননি।
সূত্রের খবর আরিয়ানের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মান্নাতে তদন্ত করেছেন এনসিবির আধিকারিকরা। তবে, যেদিন শাহরুখ ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে যান সেদিনই একটু পরে তাঁর বাড়িতে এনসিবির হানার বিষয়টি কাকতালীয় বলে মানতে নারাজ অনেকেই।
আরও পড়ুন:১০০ কোটির মাইলফলক ছুঁয়ে লালকেল্লায় উড়বে ১৪০০ কেজি ওজনের পতাকা


 


 
 
 
 
 
 
 
 
 
 





























































































































