গড়িয়াহাটের জোড়া খুনে মিঠুর ১৪ দিনের পুলিশ হেফাজত, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি

0
1

গড়িয়াহাটের (Gariahat) কাঁকুলিয়ায় জোড়া খুনে ধৃত মিঠু হালদারের (Mithu Halder) ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। ৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কর্পোরেট কর্তা সুবীর চাকি (Subir Chaki) ও তাঁর চালক রবীন মণ্ডলকে (Rabin Mondol) খুনের ঘটনায় মূল অভিযুক্ত মিঠুর বড় ছেলে ভিকি ও তার কয়েকজন বন্ধু এখনও নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ছেলেকে সঙ্গে নিয়ে খুনের ‘‌ব্লু-‌প্রিন্ট’‌ তৈরি করেছিল আয়া মিঠু হালদার। কোথা থেকে পালাতে হবে- তার সমস্তটাই বাতলে দেয় সে।

আরও পড়ুন-ত্রিপুরার জন্য তৃণমূল: বিপ্লব রাজ্যে নয়া কর্মসূচি ঘোষণা ঘাসফুল শিবিরের

মিঠু হালদার ছাড়াও তাঁর বড় ছেলে ভিকি-সহ ৫ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই পাঁচজনই বারবার টাওয়ার লোকেশন বদলাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জেরায় মিঠু জানান, লুঠের উদ্দেশ্যেই খুন করা হয় সুবীর চাকিকে। ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মিঠু কাছাকাছি ছিল বলে মনে করছেন গোয়েন্দারা।

এদিকে খুনের ঘটনায় আপাতত জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে মিঠু হালদারের স্বামী সুভাষ হালদারকে। তিনি জানান, এক বছর আগে তাঁকেও টাকার জন্য খুন করতে চেয়েছিল তাঁর স্ত্রী মিঠু ও ছেলে ভিকি। এদের কঠিন শাস্তি দাবি করেন সুভাষ।

advt 19