উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যানইউর, দু’গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে হারাল আটালান্টাকে

0
13

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে ( UEFA Champions league) দুরন্ত জয় ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের( Manchester United)। এদিন গ্রুপ পর্বের খেলায় আটালান্টার বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয় পেল রোনাল্ডোর দল। ম‍্যানইউর হয়ে জয় সূচক গোলটি করেন সিআরসেভেন।

ম‍্যাচে এদিন শুরুটা একেবারেই ভালো করেনি ওলে গার্নারের দল। যার ফলে ম‍্যাচের ১৫ মিনিটে গোল করে আটালান্টাকে ১-০ গোলে এগিয়ে দেন পাসালিচ। এরপর ম‍্যাচের ২৮ মিনিটে আটালান্টার হয়ে দ্বিতীয় গোলটি করেন ডেমিরাল। এরপর একটি সুযোগ পায় র‍্যাশফোর্ড। কিন্তু প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় ম‍্যানইউ। যার ফলে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে রোনাল্ডোরা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে দুরন্ত ক‍্যামব‍্যাক করে ম‍্যানইউ। যার ফলে ম‍্যাচের ৫৩ মিনিটে ম‍্যানইউর হয়ে ১-২ করেন র‍্যাশফোর্ড। ম‍্যাচের ৭৫ মিনিটে গোল করে ম‍্যানইউর হয়ে সমতা ফেরান ম‍্যাগুইয়র। আর ম‍্যাচের ৮১ মিনিটে দুরন্ত হেডে গোল করে ম‍‍্যানইউর হয়ে ৩-১ করেন রোনাল্ডো। এই জয়ের ফলে কিছুটা স্বস্তিতে ওলে গার্নারের দল।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখলেন ইনজামাম উল হক

advt 19