বর্ষার দুর্যোগ থেকে স্বস্তি, সপ্তাহান্তেই প্রি উইন্টারের আমেজ

0
1

দেবী বিদায় নিলেও রাজ্যে বৃষ্টির বিরাম নেই। যদিও  বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় সূর্যের দেখা মিলেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ফুলেফেঁপে উঠেছে তিস্তা, জলবন্দি ১০ হাজার পরিবার 

আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার তিলোত্তমায় অল্প মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ কালো হয়ে নামতে পারে বৃষ্টি।কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তির প্রকোপ বাড়বে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৩ মিলিমিটার।

এদিকে টানা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। মেঘ ভাঙা বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত সেখানকার জনজীবন। তবে বুধবার রাত থেকে নতুন করে আর বৃষ্টি হয়নি ডুয়ার্স এবং ভুটান পাহাড়ে। যার ফলে জলস্তর অনেকটাই নেমে গিয়েছে। কিছুটা হলেও স্বস্তিতে ডুয়ার্সবাসী।যদিও এখনও কালো মেঘ সরেনি। বেলা বাড়লেই পুণরায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে শুক্রবার পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তেই এই দুর্যোগ মেটার আভাস মিলেছে। সপ্তাহান্তেই বিদায় নেবে বর্ষা। তবে আগামীকাল থেকে ২৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমবে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি। ফলত শহরে প্রি উইন্টার দেখা যাবে ২২ তারিখ থেকেই।তবে পাহাড়ে শীত আসতে এখনও দেরি হবে।
advt 19