বিরাটদের ফিল্ডিং কোচ হিসেবে আবেদন করতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার অভয় শর্মা : সূত্র

0
2

বিরাট কোহলিদের ( virat kohli) দলের ফিল্ডিং কোচ হিসেবে আবেদন করতে পারেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক অভয় শর্মা (abhay sharma)। এই নিয়ে বিসিসিআইয়ের ( bcci) এক সূত্র বলেন, খুব শিগগিরি আবেন করতে পারেন অভয়।

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রবি শাস্ত্রী। আর তার কয়েকদিন পরই ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার কথা জানান ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং বোলিং কোচ ভরত অরুণ। উপলব্ধ থাকলেও চুক্তি পুনর্নবীকরণ করবেন না ভরত অরুণ ও আর শ্রীধর। আর সেই কারণে ইতিমধ্যেই বিসিসিআই নয়া হেড কোচ ও সাপোর্ট স্টাফের জন্য আবেদন নিচ্ছে। আগামী ৩ নভেম্বর অবধি আবেদন জমা নেবে বিসিসিআই।

সূত্রের খবর, ভারতীয় পুরুষ দলের ফিল্ডিং কোচ হিসেবে আবেদন করতে পারেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক অভয় শর্মা। অভয় শর্মা এর আগে ভারতীয় এ দল, অনুর্ধ্ব ১৯ ও ভারতীয় মহিলা দলের সঙ্গে কাজ করেছেন। খেলোয়াড় হিসাবে ৮৯ টি প্রথম শ্রেনীর ম‍্যাচ এবং ৪০ টি লিস্ট এ ম‍্যাচে খেলেছেন।

এই নিয়ে বিসিসিআইয়ের এক সূত্র বলেন,” উনি খুব শীঘ্রই ফিল্ডিং কোচের পদের জন‍্য আবেদন করতে চলেছেন। ”

আরও পড়ুন:উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যানইউর, দু’গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে হারাল আটালান্টাকে

advt 19