এবার চাঙ্কি পান্ডের মেয়ে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ এনসিবি-র

0
2

শাহরুখ-পুত্র আরিয়ানের (Shahrukh son Aryan) পরে এবার নারকোটিক্স কন্ট্রোল (NCB) ব্যুরোর (এনসিবি)-র দফতরে ডেকে পাঠানো হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের (Chanki Pandey) মেয়ে অনন্যা পান্ডে (Ananya Pandey) বলিউডের নবীন প্রজন্মের অভিনেত্রী। এনসিবি সূত্রে জানা গিয়েছে মাদক কান্ডে আরও কিছু তথ্য জানতে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য চাঙ্কি পাণ্ডের কন্যাকে ডাকা হয়েছে। এদিকে বৃহস্পতিবারই তাঁর বান্দ্রার বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি।

কিন্তু কিন্তু কেন হঠাৎ অনন্যা পান্ডেকে জিজ্ঞাসাবাদ? এনসিবি সূত্রে জানা গেছে মাদক-কাণ্ডে জেরা করে এক অভিযুক্তর কাছ থেকে যা তথ্য মিলেছে, তার ভিত্তিতেই এই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার এনসিবি-র কয়েক জন আধিকারিক মুম্বইয়ের আন্ধেরি এলাকায় তল্লাশি চালিয়েছেন। তাঁদের দাবি, সেই সূত্র ধরেই অনন্যার বাড়িতে পৌঁছয় এনসিবি।

ঠিক প্রায় ওই একই সময়ে শাহরুখ খানের বাড়ি মন্নত-এও এনসিবি-র আরেকটি দল হানা দিয়েছে। সেই সময় শাহরুখ তাঁর ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছিলেন।

advt 19