সুখবর! ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র

0
2

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর! ৩ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র। একই হারে মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগীরাও।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিলমোহর পড়ে। ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন মহার্ঘ ভাতা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিগত দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। নয়া ঘোষণা অনুযায়ী, আরও ৩ শতাংশ বৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ পৌঁছবে মূল বেতনের ৩১ শতাংশে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের প্রতি বছর ৯,৪৮৮.৭০ কোটি টাকা বাড়তি খরচ হবে।

আরও পড়ুন-ত্রিপুরার জন্য তৃণমূল: বিপ্লব রাজ্যে নয়া কর্মসূচি ঘোষণা ঘাসফুল শিবিরের

কেন্দ্রের এই সিদ্ধান্তে  উপকৃত হবেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুবিধা পাবেন ৬৮ লক্ষ পেনশনভোগীও। করোনা অতিমারির কারণে রাজস্ব সংগ্রহে ঘাটতি হওয়ায় ২০২০ সালে কেন্দ্র সরকারি  কর্মী ও পেনশন প্রাপকদের ডিএ ও ডিআর  বৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রেখেছিল।

advt 19