অভিষেকের নতুন কাজে শুভেচ্ছা জানালেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন

0
3

আমাজন প্রাইমে (Amazon Prime) বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) ওয়েব সিরিজ ‘ব্রেথ’(Breathe) ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার ‘ব্রেথ’-এর পরবর্তী সিজন আসতে চলেছে। আর তার জন্য তৈরি হচ্ছেন অমিতাভ-পুত্র। এই সিজনের ঘোষণা হওয়ার পর অভিষেকের এই নতুন কাজে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)।

যত দিন যাচ্ছে ততই যেন বলিউডের(Bollywood) প্রথম সারির তারকাদের ওয়েব প্ল্যাটফর্মে কাজের আগ্রহ দেখা যাচ্ছে। ঠিক যেমন অভিষেক বচ্চন। ‘ব্রেথ’-এ অভিষেক বচ্চন ছাড়াও অমিত সাধ, নিত্যা মেনন, সায়ামি খের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এর সিক্যুয়েলে পুরনো কাস্টের পাশাপাশি নবীন কস্তুরিয়া টিমের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দুটি শর্ত মানলে বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না 

প্রাইম ভিডিও ইন্ডিয়ার হেড অব অরিজিনালস-এর অপর্ণা পুরোহিত (Aparna Purohit) জানিয়েছেন, “ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস (Breathe Into The Shadows)-এর যে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, ফলে পরবর্তী সিজন তৈরি হওয়া স্বাভাবিক। নতুন প্লট, নতুন চরিত্ররা আসবে। আগের সিজনের তুলনায় উত্তেজনার উপাদান অনেক বেশি থাকবে।”

advt 19