৯৫ শতাংশ ভারতীয়র (Indians) পেট্রোলের (Petrol) মোটেই প্রয়োজন নেই। শুধুমাত্র হাতে গোনা চার চাকার ব্যবহার। এমনটাই বললেন বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশের (UttarPradesh) মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি (Upendra Tiwari)।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের জালাউনে সংবাদমাধ্যমের সামনে উপেন্দ্র তিওয়ারি বলেন, “বিরোধী দলের এমন কোনো সমস্যা নেই, যা সরকারকে টার্গেট করতে পারে।” এক সাংবাদিককে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আপনি ২০১৪ সালের আগে এবং এখনকার পরিসংখ্যান নিন। মোদিজি এবং যোগীজি সরকার গঠনের পর মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়েছে।”
আরও পড়ুন-যৌনতায় অভ্যস্তকেও ধর্ষণ গুরুতর অপরাধ: যুগান্তকারী মন্তব্য কেরল হাইকোর্টের
মন্ত্রীর কথায়,”এখন হাতে গোনা কয়েকজন লোক আছে যারা চার চাকা ব্যবহার করে এবং পেট্রোলের প্রয়োজন। বর্তমানে ৯৫ শতাংশ লোকের পেট্রোলের প্রয়োজন নেই।” তিনি বলেন, “লখনউয়ের মানুষ প্রতি লিটার পেট্রোল কিনছেন ১০৩টাকা ১৮ পয়সায়। মুম্বইয়ে পেট্রোলের জন্য প্রতি লিটারে ১১২ টাকা ৪৪ পয়সা এবং ডিজেলের জন্য ১০৩টাকা ২৬ পয়সা দিতে হচ্ছে। যা কিনা সর্বোচ্চ।
কয়েকদিন আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি (Rameswar Teli) বলেন, বিনাপয়সায় করোনা টিকা, তাই তেল কিনতে বেশি টাকা তো দিতেই হবে! আর আজ উত্তরপ্রদেশের মন্ত্রী বললেন,৯৫ শতাংশ ভারতীয়র পেট্রোলের প্রয়োজন নেই।