প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেল ভারত( india)। টি-২০ বিশ্বকাপের ( t-20 world cup) আগে সোমবার ইংল্যান্ডের ( England )বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বিরাট কোহলির দল। সেই ম্যাচে জস ব্যাটলারের দলকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা পারফরম্যান্স ঈশান কিষাণ, মহম্মদ শামির। বিশ্বকাপের আগে এই জয় যে অনেটাই মনোবল বাড়াল টিম ইন্ডিয়ার,তা বলার অপেক্ষা রাখে না।
ম্যাচে এদিন টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান জনি ব্রিস্টোর। ৪৯ রান করেন তিনি। ৪৩ রান করে অপরাজিত মইন আলি। ৩৯ রান করেন লিভিংস্টোন। ১৮ রান করেন জস ব্যাটলার। ভারতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রাহুল চাহার।
জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং ঈশান কিষাণ এবং কে এল রাহুল। ৭০ রান করেন ঈশান। ৫১ রান করেন রাহুল। ১১ রান করেন অধিনায়ক কোহলি। ২৯ রানে অপরাজিত পন্থ। বিশ্বকাপের আগে রাহুল এবং ঈশানের পার্টনারশিপ ভরসা দিতেই পারে অধিনায়ক বিরাট কোহলিকে।
আরও পড়ুন:‘দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চাই’, বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ



































































































































