করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন ধরে কোনও দর্শকের মুখ দেখেনি সিনেমা হলগুলি। সেই পরিস্থিতি কাটিয়ে মানুষদের দর্শকমুখী করল দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। অন্যদিকে রেকর্ড গড়ে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার পর সবচেয়ে বেশি আয় করল ‘গোলন্দাজ’। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ২ কোটিরও বেশি!

‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা উঠে এসেছে ধ্রুব চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি গোলন্দাজ-এ। ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব। ছবির এই সাফল্য উচ্ছসিত পরিচালক। ধ্রুব বলছেন, ‘এই ছবির পিছনে থাকা সমস্ত কষ্ট যে ফলপ্রসূ হয়েছে এতে আমি ভীষণ খুশি। বাংলার জনতাকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।’ সবার আশা, উৎসবের মরসুম কেটে গেলে আরও বেশি করে হলমুখী হবে বাঙালি দর্শক।

গোলন্দাজের সাফল্যে উচ্ছ্বসিত দেব বলেন, ‘আমি খুশি যে দর্শকরা সিনেমা হলে ফিরছে। গত দু’বছর ধরে এই করোনা অতিমারির আবহে দর্শককে হলে ফেরানো বেশ কষ্টকর ছিল। আমি খুব খুশি, টিম গোলন্দাজ আবারও দর্শককে হলে ফেরাতে পেরেছে।’
আরও পড়ুন- মোদি এবার জেমস বন্ড 007! ব্যঙ্গ চিত্রে প্রধানমন্ত্রীকে ৭ বছরে জোড়া গোল্লা ডেরেকের































































































































