বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার যুবরাজ সিং, অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পেলেন তিনি

0
3

বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হল ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে ( yuvraj singh)। পরে অবশ্য অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পেয়ে যান যুবরাজ।

প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন যুজবেন্দ্র চ‍্যাহাল। সেই ভিডিও নিয়ে রোহিত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে বৈষম্যমূলক মন্তব্য করেন যুবরাজ। সেই সময় তাঁকে গ্রেফতার করার দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই সময় ওই মন্তব্য করার জন‍্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন যুবি। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় তাকে। পরে অবশ্য অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পান যুবরাজ।

সেই সময় টুইটারে ক্ষমা চেয়ে ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলেছিলেন, “আমি কখনও কোনও জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেওয়ায় বিশ্বাস করি। মানুষ একে অপরকে নিঃস্বার্থ ভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমার একটি কথার অন্য অর্থ বার করা হয়েছে, যেটা অনভীপ্রেত। ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভারতকে ভালবাসি আর ভারতবাসী সব সময় আমার অন্তরে থাকে।”

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দিলেন মেন্টর মাহি

advt 19