শিখর ধাওয়ানের ব‍্যাটিং স্টাইল নকল করলেন বিরাট কোহলি, পোস্ট হতেই ভাইরাল ভিডিও

0
7

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ( T-20 world cup)। ২৪ তারিখ পাকিস্তানের ( Pakistan) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারতীয় দল( Team India)। তার আগে খোশমেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে( virat kohli)। সতীর্থ শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ব্যাটিং স্টান্স নকল করলেন ভারত অধিনায়ক। ৩১ সেকেন্ডের সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোহলি। পোস্ট হতেই ভাইরাল ভিডিও।

বিরাট এদিন ভিডিওটি শিখরকে ট‍্যাগ করে লিখেছেন,”ব্যাট করার সময় ওর অনেকটা জায়গা লাগে। ওর সঙ্গে দীর্ঘ পরিচয়ের জন্য অনেকবার বিপরীত প্রান্ত থেকে ওকে ব্যাট করতে দেখেছি। যেটা দেখতে খুবই মজার। তোমার কেমন লাগল শিক্ষি?”

ভিডিওটি দেখা যায় শিখর ধাওয়ানের ব‍্যাটিং স্টাইল হুবহু নকল করছেন বিরাট।গব্বর ক্রিজে গিয়ে বোলারের বিরুদ্ধে গার্ড নেওয়ার আগে বাঁ পা নাচিয়ে টি-শার্টের দুই দিক ঠিক করে নেন। হুবহু সেটা অনায়াসে নকল করে দেখান কোহলি। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার আগে ধাওয়ানের ব্যাটিং স্টান্স যেমন থাকে সেটাই করে দেখালেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:সাফ চ‍্যাম্পিয়ন হওয়ার পরই পরবর্তী লক্ষ‍্য কথা জানালেন সুনীল ছেত্রী

advt 19