ফেরালেন প্রস্তাব, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্ব নিতে নারাজ লক্ষণ

0
2

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব নিতে নারাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ( Vvs laxman)। এত দিন এই অ্যাকাডেমির দায়িত্ব ছিলেন  রাহুল দ্রাবিড় ( Rahul Dravid) । কিন্তু সূত্রের খবর টি-২০ বিশ্বকাপের( T-20 world cup) পর ভারতের কোচ পদে দু’বছরের জন‍্য নিযুক্ত হতে চলেছেন দ্রাবিড় । তাই তাঁর ছেড়ে যাওয়া পদে লক্ষ্মণকে চেয়েছিল বিসিসিআই ( Bcci)। আর সেই প্রস্তাবই ফিরিয়ে দেন লক্ষণ। এই মুহূর্তে বাংলার রঞ্জি দলের ব্যাটিং পরামর্শদাতা তিনি। এ ছাড়া আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর পদে রয়েছেন লক্ষণ।

বিরাটদের কোচের পদে রাহুলের জায়গা পাকা হওয়ার পরই জাতীয় অ্যাকাডেমির প্রধান পদে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে যাঁকে নেওয়া হবে, তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি হবে। তিনি বোর্ড সচিবের অধীনে থাকবেন।”

সূত্রের খবর, অ্যাকাডেমির প্রধানের পদে লক্ষ্মণকে প্রথম পছন্দ ছিল বোর্ডের। কিন্তু লক্ষ্মণ ভারতীয় বোর্ডের প্রস্তাব নাকচ করে দেন। যার ফলে আবার নতুন করে সেই প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই।

আরও পড়ুন:বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার যুবরাজ সিং, অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পেলেন তিনি

advt 19