কারাগারে ক্রমাগত কাউন্সেলিং চলছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের। জেলের কোনো খাবারই খাচ্ছে না আরিয়ান। কারো সাথেই কথা বলছে না। এমনকী জেলে আটক তিন বন্ধুর সঙ্গেও না । একমাত্র নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সিনিয়র স্পেশাল অফিসার সমীর ওয়াংখেড়ের সঙ্গে কথা বলছে আরিয়ান । ভবিষ্যতে তিনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবেন এবং দেশের জন্য কাজ করবেন। সমীরকে নাকি এমনই কথা দিয়েছেন শাহরুখ-তনয়। সংবাদমাধ্যমকে সমীর বলেছেন, “আমরা প্রতিদিন ওর সঙ্গে দু’তিন ঘণ্টা ধরে কথা বলছি।” অভিযুক্তদের
মানসিকভাবে শান্ত করতে গীতা, কোরান, বাইবেলের মতো ধর্মীয় বইও দেওয়া হয়েছে জেলে। তালিকা থেকে বাদ পড়েননি আরিয়ানও
গত ৮ অক্টোবর থেকে বন্দি আরিয়ান। হাজতে তাঁর সঙ্গে অনবরত কথা বলছেন সমীর। এনসিবি-র এই আধিকারিকই প্রমোদতরীর মাদক পার্টিতে ছদ্মবেশে গিয়েছিলেন। একাধিক বার জামিনের আবেদন করেও ছাড়া পাননি। ২০ অক্টোবর ফের শুনানি হবে শাহরুখ-পুত্রের।



































































































































