উমা যখন কৈলাসে পাড়ি দিলেন, তখন বাংলার বেশিরভাগ অংশের মন ভারাক্রান্ত হলেও, চন্দননগরে (Channagar) খুশির হাওয়া। সেখানে শুরু জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি।
আরও পড়ুন: রঞ্জিত সিং হত্যা মামলায় রাম রহিম সহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত। এখানকার বিশাল জগদ্ধাত্রী প্রতিমা (Idol) দেখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান। বিখ্যাত চাউলপট্টি আদি জগদ্ধাত্রী মায়ের কাঠামো পুজো দিয়ে চতুর্ভুজা মৃন্ময়ী জগদ্ধাত্রী মায়ের আগমনের সূচনা হল আলোর শহর চন্দননগরে।
মা দুর্গার কৈলাসে পাড়ি দেওয়ার দুঃখের পাশাপাশি আনন্দের হওয়া বইছে চন্দননগরের মানুষের মনে। তবে করোনা পরিস্থিতিতে পুজো করা নিয়ে প্রশাসনের তরফে কী নির্দেশ দেওয়া হয়, সেদিকেই তাকিয়ে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

















































































































































