সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপুজো। শুরু হয়ে গিয়েছে আলোর উৎসবের প্রস্তুতি। উৎসবের আনন্দে আমরা অধিকাংশই বেমালুম ভুলে গিয়েছিলাম করোনা সংক্রমণের কথা। কিন্তু এই কদিনে কলকাতা সংলগ্ন জেলাগুলির মতোই গোটা রাজ্যে নতুন সংক্রমণ লাফিয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৬০০-র বেশি হয়েছে। এক দিনে কোভিডে মৃতের সংখ্যাও বেড়েছে।
আরও পড়ুন- আজ আরও বাড়বে বৃষ্টির দাপট, সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও, পূর্বাভাস হাওয়া অফিসের
রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬২৪ জনের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে শুধুমাত্র কলকাতায় সংক্রমিত হয়েছেন ১৭৯ জন বাসিন্দা। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ১২৮। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও আগের চেয়ে নতুন আক্রান্ত বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৩, হাওড়ায় ৫১ এবং হুগলিতে ৪৮ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এ ছাড়া, রাজ্যের অন্যান্য জেলাতেও কমবেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে বলে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ৬ লক্ষ ৪ হাজার ৯৩৫ জনকে টিকা দেওয়া হয়েছে।
































































































































