থিয়েটারে ডেবিউ মিঠুন-কন্যা দিশানির

0
3

এবার মিঠুন চক্রবর্তী-কন্যা দিশানি জোরকদমে কাজ করছেন অভিনয় জগতে‌। লি স্ট্র্যার্সবার্গ ইনস্টিটিউটে কেমবারলি হ্যারিস পরিচালিত সেমিনার-এ অভিনয় করেছেন তিনি।

ইতিমধ্যেই কিংবদন্তি শিল্পী আল পাচিনোর সামনে নাটকে অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন দিশানি। বেশ কয়েকবছর ধরেই অভিনয় শিখছেন মিঠুন-কন্যা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নাটকে অভিনয় করা তাঁর কাছে অসাধারণ অনুভূতি ছিল। শুরু থেকেই তাঁর অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। দিশানি জানান,”আল পাচিনো স্যারের সামনে পারফর্ম করার সুযোগ অকল্পনীয়। আশা করি বাবাকে গর্বিত করতে পারব।” তাঁর কথায়, ‘আমি থিয়েটার ভালোবাসি। শুরুটা অসাধারণ হল। প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুন: কিছু খাচ্ছে না , কথা বলছে না, আরিয়ানকে শান্ত করতে হাতে গীতা -কোরান দেওয়া হল 

২০১৭ সালে ‘হোলি স্মোক’ ছবি দিয়ে অভিনয় জগতে আসেন দিশানির। ছবির পরিচালক ছিলেন উশমে চক্রবর্তী। উশমে সম্পর্কে দিশানির দাদা হয়। এছাড়াও ‘আন্ডারপাস’, ‘সুটেবল এশিয়ান ডেটিং উইথ পিএমবি’ নামের দুটি ছবিতেও অভিনয় করেছেন দিশানি।

advt 19