দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন বিল গেটসের কন্যা জেনিফার

0
5

দীর্ঘদিনের প্রেমিক নায়েল নাসেরর(Nayel Naser) সঙ্গে অবশেষে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের(Bill Gets) কন্যা জেনিফার গেটস(Jenifar Gets)। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার রাতে মুসলিম রীতি মেনে জেনিফার-নায়েল তাদের বিয়ে সারেন। বিয়ের পর শনিবার বিকেলে বিয়ে উপলক্ষে রাজকীয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রায় শ তিনেক অতিথি উপস্থিত ছিলেন। ছিলেন জেনিফারের পিতা বিল ও মা মেলিন্ডা।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে পরিচয় হয় নায়েল নাসেরের। ৩০ বছর বয়সী মিসরীয় মুসলিম যুবক নায়েল নাসের একজন পেশাদার ঘোড়দৌড়বিদ। দুজনেরই ছিল ঘোড়দৌড়ের প্রতি ভীষণ আগ্রহ। আর এই আগ্রহের কারণেই ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। একসঙ্গে বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশও নেন তারা। ২০১৩ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন নাসের। ২০১৮ সালে জেনিফারকে হিউম্যান বায়োলজিতে সাহায্য করার জন্য ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন তিনি।যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্ম হলেও নাসেরের শৈশব কেটেছে কুয়েতে।

advt 19